সীরাত বিষয়ক কিছু বই

সীরাত কি ? সীরাত হলো রাস্তা । সাধারনত সীরাত বলতে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনীকে বুঝানো হয় । সীরাত বিষয়ক অসংখ্য ভাষায় অসংখ্য বই বিদ্যমান । আমাদের বাংলা ভাষাতেও অনেক সীরাত গ্রন্থ আছে । ১. সীরাতে ইবনে হিশাম সবচেয়ে প্রচলিত এবং বহুল পঠিত সীরাত বিষয়ক বইয়ের মধ্যে "সীরাতে ইবনে হিশাম" অন্যতম । এটি বাংলাদেশ ইসলামিক সেন্টার প্রকাশ করেছে । এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন "সীরাতুন্নাবী সাঃ" নামে চার খণ্ডে প্রকাশ করেছে । ২. নবীয়ে রহমত এটি সাইয়েদ আবুল হাসান আলী নদভী লিখিত সীরাতের বই । ৩. তোমাকে ভালোবাসি হে নবী ! এটি গুরুদত্ত সিং লিখিত এবং আবু তাহের মিসবাহ অনূদিত সীরাত বিষয়ক বই । ৪। প্রিয় নবীর প্রিয় জীবন এটি শায়খ আনোয়ার আল আওলাকী রাহিঃ এর বক্তৃতার সংকলন । এতি সংকলন করেছেন মাওলানা মুহাম্মদ ইসহাক খান । ৫. সীরাহ এটি রেইন ড্রপস থেকে প্রকাশিত সিরাত বই । বাংলা ভাষার সর্বশেষ সীরাত গ্রন্থ এটিই । সীরাত কেনো পড়বেন ? একজন পুর্নাংগ মুসলিম হতে হলে আদর্শ হবে মুহাম্মদ সালল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । আর মুহাম্মদ সাঃ এর জীবনীই সীরাত । তাই সিরাত না পড়লে রাসূল সাঃ সম্পর্কে জানা সম্ভব না । একারনেই সীরাত পড়তে হবে ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন